উঁচু জমি
|
যে জমি বর্ষাকালে স্বাভাবিক বন্যায় পলাবিত হয় না। এরূপ জমিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন-(১) উওম নিস্কাশিত উঁচু জমি, যেখানে অতি বর্ষণের পরেও জমিতে আইল বেঁধে ২-১ দিনের বেশি পানি আটকে রাখা যায় না এবং (২) কিঞ্চিৎ মন্দ নিস্কাশিত উঁচু জমি, যেখানে বর্ষাকালে সাধারণত আইল বেঁধে পানি আটকে রাখা যায় এবং রোপা আমন করা সম্ভব।
|
মাঝারি উঁচু জমি
|
যে জমি বর্ষাকালে সাভাবিক বন্যায় সর্বোচ্চ ৯০ সেন্টিমিটার (প্রায় তিন ফুট) গভীরতা পর্যন্ত ক্রমাগত দুই সপ্তাহের বেশি থেকে কয়েক মাস প্লাবিত থাকে। মাঝারি উঁচু জমিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমন (১) অতি সামান্য প্লাবিত মাঝারি উঁচু জমি, যেখানে উফশী রোপা আমন করা সম্ভব এবং (২) সমান্য পলাবিত মাঝারি উঁচু জমি, যেখানে উফশী রোপা আমনের জন্য অত্যাধিক পলাবিত বলে গণ্য।
|
মাঝারি নিচু জমি
|
যে জমি বর্ষাকালে স্বাভাবিক বন্যায় ৯০ সেন্টিমিটার থেকে ১৮০ সেন্টিমিটার (প্রায় ৩ ফুট থেকে ৬ ফুট) পর্যন্ত গভীর পানিতে ক্রমাগত কয়েক মাস পলাবিত হয়।
|
নিচু জমি
|
যে জমি বর্ষাকলে স্বাভাবিক বন্যায় ১৮০ সেন্টিমিটার থেকে ২৭৫ সেন্টিমিটার (প্রায় ৬ ফুট থেকে ৯ ফুট) পর্যন্ত গভীর পাননেত ক্রমাগত কয়েক মাস পলাবিত থাকে।
|
অতি নিচু জমি
|
যে জমি বর্ষাকালে ২৭৫ সেন্টিমিটার (৯ ফুট) এর অধিক গভীরতা পর্যন্ত ক্রমাগত কয়েক মাস পলাবিত থাকে।
|